ঘরে আগুন লাগাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো রোহিঙ্গা নারী!

ইমাম খাইর •

টেকনাফের লেদা ক্যাম্প এলাকার স্থানীয় বাসিন্দার বাড়িতে আগুন লাগানের সময় হাতেনাতে ধরা পড়লো রকিমা খাতুন (৫০) নামের রোহিঙ্গা নারী।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ক্যাম্প-২৪ (লেদা) থেকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এ সময় কেরোসিন তেলের একটি জার্কিন উদ্ধার করা হয়েছে।

আটক রোহিঙ্গা নারী ব্লক-বি, শেড নং-১০৫৩, ঘর নং-০৩, এমআরসি নং-৬০১৪১, নয়াপাড়া রেজিষ্ট্রার্ড ক্যাম্পের মৃত আব্দুল গফুরের স্ত্রী।

১৬ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার দেয়া তথ্য মতে, লেদা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা মোঃ এজাহার মিয়ার বাঁশের ঘরে আগুন লাগানোর উদ্দেশ্যে কেরোসিন তৈল ঢালার সময় তাকে দেখতে পায়। পালাতে গিয়ে এজাহার মিয়ার ছেলে ও পাশ্ববর্তী রোহিঙ্গারা তাকে ধরে ফেলে। পরে কেরোসিন তৈলের জার্কিনসহ টহলরত এপিবিএনের নিকট বুঝিয়ে দেয়।

আটক রোহিঙ্গা নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।