চকরিয়ায় অবৈধ বসতঘর উচ্ছেদ 

রাজু দাশ, চকরিয়া •


চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন কক্সবাজারের চকরিয়াস্থ হারবাং সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে বনবিভাগের উদ্যোগে অভিযান পরিচালনা করেছে।

শনিবার (৩১অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা হারবাং গয়ালমারা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে দক্ষিণ বনবিভিাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শওকত ইমরান আরাফাত নেতৃত্বে এ অভিযানে জবরদখলকারিদের কাছ থেকে ২০ শতাংশ ভূমি উদ্ধার করে এবং উদ্ধারকৃত জমিতে রকমারি গাছের চারা রোপন করেন।

হারবাং বনবিট কর্মকর্তা শাহীনুর রহমান জানান,
বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বারবাকিয়া রেঞ্জ, মাদার্সা রেঞ্জ এবং পদুয়া রেঞ্জের যৌথ অভিযানের মাধ্যমে ২০ শতাংশ ভূমি উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত বন ভূমিতে গাছের চারা লাগানো হয়েছে। জবরদখল কারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি