চকরিয়ায় ছাত্রলীগ নেতা সোহেল হত্যা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার

রাজু দাশ, চকরিয়া •


কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা হত্যা মামলার প্রধান আসামি হাজী নুর হোসেন (৬০) কে গাইবান্ধা সদর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি হাজী নুর হোসেন পৌরসভা ৪নং ওয়ার্ড ভরামুহুরী এলাকায় মৃত আহমদ শফির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ আবু সায়েম।

উল্লেখ্য, ২০২০ সালের ২৮ নভেম্বর রাতের আঁধারে পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী হাজিপাড়ায় জমি বিরোধের জেরে পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সোহেল রানাকে (২৮) পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত ছাত্রলীগ নেতা সোহেল রানা বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় খুনের শিকার হন।

এ ঘটনায় নিহতের বাবা রফিক উদ্দিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা (নং ৩৭/২০) দায়ের করেন। গ্রেফতার হাজী নুর হোসেন অন্তত অর্ধডজন মামলার আসামি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সোহেল হত্যা মামলার আসামিরা আত্মগোপনে চলে যাওয়ায় পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। এরপর উন্নত প্রযুক্তি ব্যবহার করে গাইবান্ধা সদর থানা পুলিশের সহায়তায় মামলার প্রধান আসামি নুর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে চকরিয়ায় নিয়ে আসার ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।