চকরিয়ায় নিজস্ব ভবনে সংস্কৃত কলেজ উদ্বোধন

রাজু দাশ, চকরিয়া •


কক্সবাজারের চকরিয়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশের নিজস্ব অর্থায়নে সংস্কৃত কলেজের ভবন শুভ যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা হারবাং ইউনিয়ন শিব পাহাড়ে সংস্কৃত কলেজ শুভ উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।

সংস্কৃত কলেজের শুভ উদ্বোধন করেন কক্সবাজার ১ (চকরিয়া- পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এসময় তিনি বলেন, সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংস্কৃত কলেজ। তিনি বলেন-পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই।

চকরিয়া সংস্কৃত কলেজের সভাপতি কক্সবাজার পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুদাম কান্তি দাশের সভাপতিত্বে এসময় উপস্থিত মহান অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের উপ-সচিব অসীম চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টী বাবুল শর্মা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্য বিদ্যা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ,
চকরিয়া সংস্কৃত কলেজের প্রতিষ্ঠিতা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন চকরিয়া সংস্কৃত কলেজের অধ্যক্ষ বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাশ।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য পরিমল বড়ুয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চকরিয়া প্রেস ক্লাবে সহ সভাপতি মুকুল কান্তি দাশ, পৌরসভা সভাপতি নারায়ণ কান্তি দাশ, কক্সবাজার জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ যুগ্ম সম্পাদক সুনিল কান্তি নাথ, সাধারণ সম্পাদক সৌরভ দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক তপন কান্তি সুশীল, সনাতনী সেবক সংঘের কক্সবাজার জেলা উপদেষ্টা ডা বিজন কুমার বিশ্বাস,উপজেলা সনাতনী সেবক সংঘের সভাপতি কৈলাশ দে, চিরিংগা ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সমীর দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ডুলাহাজারা ইউনিয়ন কৃষ্ণাদ্বৈত চিন্তাহারী কেন্দ্রীয় হরি মন্দির কমিটির সাধারণ সম্পাদক দয়াল কান্তি,বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কাকারা ইউনিয়ন সভাপতি টুন্টু দাশ পৌরসভার পূজা উদযাপন পরিষদের গণ সংযোগ সম্পাদক রাজু দাশ, রুপন নাথ, প্রমূখ।

সংস্কৃত কলেজের প্রতিষ্ঠিতা তপন কান্তি দাশ বলেন,
বর্তমানে এই কলেজে ১০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। হাবরাং শিব পাহাড় এলাকায় ওনার ব্যক্তিগত অর্থায়নে ১২ শতক জায়গা ক্রয় করে কলেজটির নিজস্ব ভবন তৈরি করা হয়।