চকরিয়ায় পাহাড় ধ্বসে মাটি চাপায় নারীর মৃত্যু

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধ্বসে মাটির নিচে চাপা পড়ে রাবেয়া খাতুন (৫০) নামে এক নারীর মমংান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই)  ভোর ৫ টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের মইস্যারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বকশিরঘোনা এলাকার ফিরোজ আহমদের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, হারবাং ইউনিয়নের মইস্যারঘোনা এলাকায় গত কয়েক বছর ধরে পাহাড়ের পাদদেশে ঘর বেঁধে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন ফিরোজ আহমদের পরিবার। গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হঠাৎ পাহাড়ের মাটি ধ্বসে ফিরোজ আহমেদের বসত ঘরের উপর পড়ে। এ সময় মাটি চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মারা যায় ফিরোজ আহমেদের  স্ত্রী রাবেয়া খাতুন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান বলেন, বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের মইস্যারঘোনা এলাকায় পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, নিহত ওই নারীর লাশ তার পরিবারের সদস্যরা নিজ গ্রামের বাড়ি পেকুয়ায় নিয়ে গেছেন।