চকরিয়ায় পাহাড় ধ্বসে রোহিঙ্গা যুবক নিহত

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া •


চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পাহাড় ধ্বসে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক নুরুল কবির (৩০) বলে জানা গেলেও সে রোহিঙ্গা বলে দাবী খুটাখালী জয়নগর পাড়ার লোকজনের।

রবিবার বিকেল ৪ টার দিকে স্থানীয় গোদারফাঁড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী নুর কলিমা জানান, তারা উভয়ই মিয়ানমারের নাগরিক। তার শশুড়-শাশুড়ী টেকনাফ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে রয়েছে। স্বামী নুরুল কবির অনেক আগে থেকে বাংলাদেশে ছিল।

রোহিঙ্গা ক্যাম্প থেকে ছয়মাস আগে তাকে বিয়ে করে সর্বশেষ খুটাখালীতে অবস্থান করছে।

স্ত্রী চিন্তাহীন স্বরে আরো জানান, বিয়ের পর স্বামী একজন মৃগী রোগী বলে বুঝতে পারেন। ঘটনার দিন সকালে তিনি মানুষের জমিতে কাজ করতে বেরিয়ে যান। বিকেলে প্রথমে হাত ভাঙার কথা শুনলেও পরে তার স্বামী নুরুল কবির মারা গেছে বলে জানতে পারেন।

তবে স্থানীয় বিভিন্ন মহলে এই মৃত্যু নিয়ে ধূম্রজালে পরিনত হয়েছে। বালুমহালে কাজ করতে গিয়ে মাটি ধ্বংসের কথাও বলছে স্থানীয় অনেকে।

এ বিষয়ে খুটাখালী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোছাইন জানান, নিহত নুরুল কবির তার এলাকার বাসিন্দা নয়। কাজকর্ম শেষে ফেরার সময় পাহাড় থেকে কিনারায় পড়ে সে মারা যায়। এ ঘটনা থানায় অবগত করা হয়েছে বলেও তিনি জানান।