চকরিয়ায় বালু মহালের খাদে পড়ে শ্রমিক নিহত

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :


চকরিয়ায় বালু মহালের খাদে মাটি চাপা পড়ে আলী হোছন (৩৬) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার বালু পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোছন কক্সবাজার খুরুষ্কুলের কুলিয়া পাড়া এলাকার বাসিন্দা বশির আহমদের ছেলে বলে জানা গেছে। তিনি দীর্ঘ সময় ধরে ডুলাহাজারা পূর্ব মাইজ পাড়ায় শশুর বাড়িতে বসবাস করে বালু মহালে কর্মরত ছিলেন।

নিহতের শালা তারেকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আলী হোছন রংমহলের বালু পয়েন্টে সেলু মেশিনে বালু উত্তোলন করছিলেন। এসময় বালু উত্তোলনের ফলে সৃষ্ট খাদের মাটি ধ্বসে চাপা পড়েন তিনি। কর্মরত অপর এক শিশু শ্রমিকের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। ঘটনাস্থল থেকে আলী হোছনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, ডজনাধিক ব্যক্তির নেতৃত্বে রংমহলের এসব বালু পয়েন্টে ইতিপূর্বে হতাহতের অনেক ঘটনার কথা জানায় স্থানীয় লোকজন।

চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গণি বলেন, বালু উত্তোলনের এক শ্রমিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।