চট্টগ্রামে একদিনে ১৭ জনের মৃত্যু!

কক্সবাজার জার্নাল ডেস্ক •
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৪ জন।

শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৯.৪৯ শতাংশ। মৃত্যু ১৭ জনের মধ্যে মহানগর এলাকার ৮ জন এবং উপজেলায় ৯ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৬ জন।

এদিকে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। আইসিইউ খালি নেই। এই অবস্থায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।