চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পেলেন টেকনাফের ইব্রাহিম

সংবাদ বিজ্ঞপ্তি •

চট্টগ্রাম বিশ্ববিদ্যাল (চবি)’র প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেলেন টেকনাফের যুবক ইব্রাহিম আল হায়দার।

৬ মার্চ (রবিবার) আনুষ্ঠানিকভাবে প্রভাষক হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।

ইব্রাহীম টেকনাফ সাবরাংয়ের ডেইল্যার বিল এলাকার মৃত মোহাম্মদ কাশেমের পুত্র। তিনি পরিবারের ভাই-বোনদের মধ্যে সবার ছোট। প্রকৃতির জীববৈচিত্রতায় মুগ্ধ হয়ে প্রানি বিজ্ঞানে পড়াশোনার পাশাপাশি গবেষণায় তিনি আজ একজন সফল মানুষ।

ইব্রাহীম আল হায়দার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে প্রাণিবিদ্যায় অনার্স ও ২০১৩ সালে মাস্টার্স সম্পন্ন করেন।পড়াশোনা শেষ করেই নিজেকে গবেষণায় নিয়োজিত করেন এই তরুণ প্রাণি বিজ্ঞানী।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চলমান বিষধর সাপের প্রতিষেধক আবিষ্কারের জন্য পরিচালিত ভেনম রিসার্চ সেন্টারে গবেষক হিসেবে কাজ করে যাচ্ছেন এই তরুণ গবেষক।

এদিকে, ইব্রাহীম আল হায়দারের সফলতায় সামাজিক যোগাযোগ মাধ‍্যমে আত্মীয় স্বজন বন্ধু ও শুভাকাঙ্খীদের অভিনন্দন ও শুভেচ্ছার ঝড় বয়ে যাচ্ছে।