চোখে জল আর বুকফাটা আর্তনাদে ১০ প্রিয়জনের দাফন

নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় চোখের জল আর বুকফাটা আর্তনাদে স্বজনদের শেষ বিদায় জানিয়েছেন প্রিয়জনেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১২ জনের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। একে একে সবার মরদেহ মাঠে রাখা হয়। রাত ১০টার দিকে এক শিশুসহ ১০ জনের জানাজা শেষে দাফন করা হয়। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। চোখের জলে প্রিয়জনদের দাফন করেন স্বজনরা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক নিহতদের মরদেহ গ্রহণ করেন। এরপর জানাজা শেষে মরদেহগুলো তিনি পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার করে টাকা দেয়া হয়।

শুক্রবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জনের মৃত্যু হয়েছে।