‘চ্যালেঞ্জের নাম ফ্লাডলাইটে ভারতীয় পেসার’

স্পোর্টস ডেস্ক • মাঠ এবং মাঠের বাইরের কোহলিকে মেলানো কঠিন। মাঠে তিনি তিল পরিমাণ ছাড় দেন না। আাবর সংবাদ মাধ্যমে প্রশ্নের বিপরীতে খুলে দেন বাস্তবতার দুয়ার। বাংলাদেশের কেন টেস্ট ক্রিকেটে অনীহা। কিংবা ভারতের সঙ্গে পাল্লা দিয়ে কেন উন্নতি করছে না বাংলাদেশ। এমন প্রশ্নে কোহলি তাই ‘নো ম্যানস ল্যান্ডে’ দাঁড়ালেন না। বরং বেতনের তারতম্যের কথা তুলে ধরলেন। জানিয়ে দিলেন, টেস্টে আগ্রহ জাগাতে হলে মাথায় রাখতে হবে আর্থিক ব্যাপারগুলোও।

সংবাদ মাধ্যমে শুধু বাংলাদেশ-ভারতের টেস্টের ফাঁরাক নিয়েই নয়; প্রশ্ন হলো অস্ট্রেলিয়ায় কেন ভারত গোলাপি বলে টেস্ট খেলেনি তা নিয়েও। কোহলি গাঁ বাঁচানো উত্তর দিলেন না। সোজা করেই বললেন, গোলাপি বলের টেস্ট দেশের মাটিতেই তারা খেলতে চেয়েছিল। সঙ্গে বলে রাখলেন, যেখানেই হোক গোলাপি বলের টেস্ট আয়োজন করা হলে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া উচিত।

কোহলির এই কথা ধরেই শুক্রবার ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক আক্ষেপের কথা শুনিয়ে দিলেন। বললেন গোলাপি বলের টেস্টের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার কথা, ‘দিবা-রাত্রির টেস্টের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে আমাদের জন্য ভালো হতো। তবে এ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। যে প্রস্তুতি নিয়েছি সেটাই ঠিকঠাক প্রয়োগ করার দিকে মন দিচ্ছি।’

ইন্দোর টেস্টে ভারতের পেস বোলাররা বাংলাদেশকে ধসিয়ে দিয়েছে। অধিকতর শক্ত গোলাপি বলের বেশি সুইং কাজে লাগিয়ে মোহাম্মদ শামি, ইশান্ত শর্মারা কলকাতা টেস্টেও মুমিনুলদের ধসিয়ে দিতে মুখিয়ে আছেন। মুমিনুল তাই বলেন, ‘বিশ্বমানের পেস বোলার আছে ভারতীয় দলে। ফ্লাডলাইটের নিচে ওরা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এটাকে আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। শুধু বাংলাদেশ নয় যেকোন দলের জন্যই কাজটা কঠিন হবে এই মানসিকতা নিয়ে এগোচ্ছি।’

মুমিনুলের নেতৃত্বের অভিষেকে ভারতের বিপক্ষে ইনিংস ও ১৩০ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেই গোলাপি বলের টেস্টে দলকে নেতৃত্ব দিতে হবে মুমিনুলকে। ভারতের মতো দলের বিপক্ষে হুট করে একটা বড় চ্যালেঞ্জই সামনে এসে হাজির হয়েছে মুমিনুলের। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং আবার মজারও।’

গোলাপি বলে দিবা-রাত্রির টেস্টের সেই মজা দর্শকদেরও ছুঁয়ে যাবেন এমন আশা মুমিনুলের। সবাই দিবা-রাত্রির টেস্ট দেখতে মুখিয়ে আছে। ক্রিকেটাররা এবং ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। ইডেন গার্ডেনসের আবহাওয়াও এখন বেশ ভালো। আর আয়োজনে ইডেন গার্ডেনস হয়ে উঠছে অনন্য। সব মিলিয়ে মুমিনুলরা গোলাপি বলে নিজেদের অভিষেক ম্যাচটা চাপ হিসেবে নয় উপভোগ করতে চান।