জব্দ করা হলো ১লাখ ৪১হাজার ঘনফুট বালু!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
চট্টগ্রামের লোহাগাড়ায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১ লাখ ৪১ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ নভেম্বর) চুনতি ও পুটিবিলা ইউনিয়নে অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে চুনতি ইউনিয়নের জামতল এলাকা থেকে ২০ হাজার ঘনফুট, কিল্লাঘোনা বাজারের উত্তর পাশ থেকে ৩০ হাজার ঘনফুট, ফারেঙ্গা গোড়ার চর খালের মুখ থেকে ২০ হাজার ঘনফুট, পেক্কাছড়ি ব্রিজের পাশ থেকে ৪০ হাজার ঘনফুট, পানত্রিশা উত্তরপাড়া থেকে ৩০ হাজার ঘনফুট ও পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া এলাকা থেকে ১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ শাহজাহান জানান, অবৈধভাবে বিভিন্ন খাল ও ছড়া থেকে বালু উত্তোলনের খবর পেয়ে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১ লাখ ৪১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক কিংবা বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা সম্ভব হয়নি। জব্দ করা বালু নিলামে বিক্রি করা হবে। এসব বালু নিলামের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
জাগোনিউজ২৪