টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ড বিশ্বকাপের পরই টেস্টের বিশ্বকাপ শুরু হয়েছে। গত ১ আগস্ট ক্রিকেটের দুই কুলিন সদস্য ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামে। এর সাড়ে তিন মাস পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগারদের ঐতিহাসিক এই টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বাংলাদেশের সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নেই। তাদের ছাড়াই বাংলাদেশ ভালো খেলার চ্যালেঞ্জ নিয়েছে দল।

টেস্টের বড় চিন্তা থাকে টস এবং উইকেট। টস কারও হাতে থাকে না। আর ইন্দোরের উইকেট ভালো বলে পিস রিপোর্টে জানানো হয়েছে। তবে পেসারররা শুরুর কয়েক ঘণ্টা রাজত্ব করবেন। শুরুতে তাই সাদমান, মুমিনুলদের ভারতীয় পেস আক্রমণ সামলাতে হবে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিশচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।