টেকনাফের ফয়েজের মাদক নিয়ে ধরা পড়লো তারা!

ডেস্ক রিপোর্ট •

প্রায় চারশ গ্রাম ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’, ২৩০০টি ইয়াবা ও একটি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি।

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মাসওয়া আকবর খান সায়েম (৩৫), তরঙ্গ যোসেফ কস্তা (৩০) ও মো. শিপন (৩৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মাসুদ হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

“গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানাধীন মৌলডীরটেক এলাকা থেকে ৩০টি ইয়াবাসহ মো. শিপন নামে একজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়।

“তার দেওয়া তথ্য অনুযায়ী ভাটারা থানাধীন জোহার সাহারা এলাকা থেকে ১১০টি ইয়াবা এবং দুইগ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) তরঙ্গ যোসেফ কস্তাকে গ্রেপ্তার করা হয়।”

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাসওয়া আকবর খান সায়েমকে গ্রেপ্তার করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তার কাছ থেকে ৪০৫ গ্রাম আইস, ২২০০টি ইয়াবা এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

টেকনাফের ফয়েজ নামের এক মাদক চোরাকারবারীর থেকে সায়েম ওই মাদক সংগ্রহ করেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্য।