টেকনাফে আট কোটি টাকার মাদক-চোরাই পণ্য উদ্ধার

ডেস্ক রিপোর্ট • কক্সবাজারের টেকনাফে এক মাসে প্রায় আট কোটি টাকার মাদক-চোরাই পণ্য-অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। এসব ঘটনায় ৩৮টি মামলা ও ২৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আটজন।

বিজিবি’র ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, এক মাসে সীমান্ত এলাকা ও বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে দুই লাখ ৬০ হাজার ৩৩৭টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার দাম আনুমানিক সাত কোটি ৮১ লাখ এক হাজার একশ টাকা। এসব ঘটনায় ৩০টি মামলা ও ২৩ জনকে আটক করা হয়েছে। 

লে. কর্নেল ফয়সল আরো জানান, সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট লাখ ২৮ হাজার ৬১০ টাকার চোরাই পণ্য, আটটি অস্ত্র, পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে।