টেকনাফে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি ◑

কক্সবাজারের টেকনাফে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নুরুল আমিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কানজর পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (২৭ মে) মধ্যরাত ২টার দিকে থাইংখালী এমএসএফ হাসতাপালে সে মারা যান। তার ৭ দিন ধরে প্রচন্ড রকম শ্বাসকষ্ট, জ্বর, গলা ব্যথা ও মাথা ব্যথাসহ করোনার লক্ষণ ছিল।

হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, নিহত যুবক ৫/৭ দিন আগে থেকে শ্বাসকষ্ট, জ্বর, গলা ব্যথা ও মাথা ব্যথায় ভুগছিল। পরে স্থানীয় ডাক্তারদের কাছে চিকিৎসা নেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই রোগী বুকে ব্যথা বেড়ে গেলে থাইংখালী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান, হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মনে করছেন, মৃত্যুর সময় তার করোনা ছিল। মৃত্যুর পর তার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।

চেয়ারম্যান জানান, উপজেলা প্রশাসনকে খবর দেয়া হয়েছে। প্রশাসনের টিম এসে করোনা বিধি মেনে দাফন করবে।