টেকনাফে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফসহ আটক ২

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :


টেকনাফে কর্মরত মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর’র সদস্যরা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক দুই ব্যাক্তি হচ্ছে, টেকনাফ সদর ইউপির নতুন পল্লানপাড়া এলাকার লাল মিয়ার পুত্র মনছুর আলম(৩৪), একই ইউপি উত্তর লেংগুর বিল এলাকার মাওলানা জহির আহাম্মদ’র পুত্র মো:ইউসুফ(৩২)।

উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে দায়িত্বরত সহকারী পরিচালক মো:সিরাজুল মোস্তফা(মুকুল)জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ি ৩ জানুয়ারী (সোমবার) গভীর রাতের দিকে মাদকদ্রব্য অফিসে কর্মরত ইন্সপেক্টর (পরিদর্শক) বিদ্যুৎ বিহারীর নেতৃত্বে একটি চৌকষ দল টেকনাফ সদর ইউনিয়ন নতুন পল্লানপাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রী উম্মে সালমার মালিকাধিন বসতবাড়ীর বাড়াটিয়া মাদক কারবারী মনসুরকে আটক করে এবং কাঠের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করে।

এরপর আটক মনসুর জানায়, উদ্ধারকৃত ইয়াবার চালানটি লেংগুর বিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফের। অবশেষে মনসুর’র দেওয়া তথ্য অনুযায়ি অল্প সময়ে কোটি টাকার মালিক মাদক কারবারী ইউসুফকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।