টেকনাফে পাহাড় ধ্বসে ঘুমন্ত অবস্থায় নিহত-২, আহত ১০

গিয়াস উদ্দিন ভূলু • কক্সবাজার জার্নাল

কক্সবাজারের টেকনাফে ভারী বর্ষণে পাহাড় ধ্বসে ঘুমন্ত অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের পুরান পল্লানপাড়া ও অপর এক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশুরা হলো পুরান পল্লান পাড়ার রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (৮) এবং অপরজন একই এলাকার মোঃ আলমের মেয়ে আলিফা (৭)। এ ঘটনায় আহত ১০ জনের মধ্যে ২ জনকে গুরুতর আহত অবস্থায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বাকী আহতরা টেকনাফ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো চলছে।

পাহাড় ধ্বসে নিহত শিশু (বামে) ও আহতরা

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বার বার সতর্ক করার পরও পুরাতন পল্লানপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটলো। এঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন।

উল্লেখ্য, গভীর রাত থেকে লাগাতার বৃষ্টিতে টেকনাফ পৌরসভা পল্লাং পাড়া, ইসলামাবাদ, হাতিয়ার ঘোনা,ল্যাংগুর বিল,রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ২৪,২৫,২৬,২৭ সহ শত শত পরিবার পানি বন্ধি হয়েছে।