টেকনাফে বস্তাভর্তি মদ-বিয়ারসহ এক কারবারী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 
টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা একটি অভিযান পরিচালনা করে বস্তাভর্তি মদ ও বিয়ারসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গত ২২ জুলাই গভীর রাতে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফে দায়িত্বরত সদস্যরা টেকনাফ সদর ইউনিয়ন কেরুনতলী এলাকার চাইল্যাতলী সংলগ্ন ব্রীজের পাশে অভিযানে যায়।

এরপর র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত অপরাধীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে হ্নীলা ইউনিয়ন জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে ব্লক-বি-৯ এর বাসিন্দা আব্দুল হাকিমের পুত্র মোঃ আরেস (২২) কে আটক করতে সক্ষম হয়।

এসময় তার মদ-বিয়ার ভর্তি ২টি বস্তাও উদ্ধার করে
২০টি বিদেশী হুইস্কির বোতল এবং ৪০ ক্যান বিয়ার পাওয়া যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাবব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে তথ্য অনুসন্ধানে জানা যায়, মাদক কারবারে জড়িত অনেক অপরাধী তাদের অপকর্ম অব্যাহত রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে হ্নীলা,হোয়াইক্যং নাফনদী সীমান্ত উপকুল ব্যবহার করে চালিয়ে যাচ্ছে মাদক পাচার।

তবে বর্তমানে মাদক কারবারে জড়িত বেশীর ভাগ অপরাধী হচ্ছে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা।