টেকনাফে মাদক,অস্ত্র ও ডাকাতি মামলার ১৮ আসামি আটক!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে গভীর রাতে পুলিশ সদস্যরা সাঁড়াশী অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা মাদক,অস্ত্র,ডাকাতী মামলার আসামীসহ ১৮ জন অপরাধীকে আটক করেছে।

তথ্য সুত্রে জানাযায়, ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গভীর রাত থেকে ৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত, অত্র থানায় কর্মরত পুলিশের বেশ কয়েকটি গ্রুপ টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন পলাতক ওয়ারেন্টভুক্ত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসার জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা করে। বেশ কয়েক ঘন্টার ব্যবধানে পুলিশের অভিযানিক দলের সদস্যরা মাদক,অস্ত্র ও ডাকাতী মামলার আসামীসহ ১৮ জনকে আটক করতে সক্ষম হয়।

এই সাঁড়াশী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানায় দায়িত্বরত ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, অত্র উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে মাদক পাচার, ডাকাতি, সন্ত্রাসী কার্য্যক্রম প্রতিরোধ করার জন্য বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, চিহ্নিত অপরাধীদেরকে আইনের আওয়তাই নিয়ে আসতে হবে।

তারই ধারাবাহিকতায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের পুলিশ সদস্যরা ১৮ জন পলাতক আসামী ধৃত করতে সক্ষম হয়েছে। পুলিশের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।