টেকনাফে মালিকবিহীন ইয়াবার চালান উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফ শাহপরীর দ্বীপ নাফনদীর সীমান্ত এলাকা থেকে বস্তাবর্তী ইয়াবার বৃহৎ চালান উদ্ধার করেছে কোস্টগার্ড।
তবে এই ইয়াবা গুলোর সাথে জড়িত কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি তারা!

এই অভিযানটির সত্যতা নিশ্চিত করার জন্য ২ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে টেকনাফে কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদ কর্মিদের জানান, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশ জলসীমা নাফনদী অতিক্রম করে সাবরাং ইউপি শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকুল দিয়ে প্রবেশ করছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, টেকনাফে স্টেশনে দায়িত্বরত লে.এম সালেহ আকরাম (এক্স) নেতৃত্বে কোস্টগার্ড’র একটি দল ২ মার্চ দিবাগত গভীর রাত আড়াইটার দিকে নাফনদীতে অবস্থান নেয়। কিছুক্ষন পর মাদক পাচারে জড়িত তিনজন ব্যাক্তি উপকুলের দিকে আসতে দেখে তাদেরকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা ২টি বস্তা ফেলে দিয়ে কৌশলে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে ২টি বস্তা উদ্ধার করে বস্তা গুলো তল্লাশী করে ২ লাখ ৭৯হাজার ৬শত পিচ ইয়াবা পাওয়া যায় বলে জানায় তারা।

এব্যাপারে কোস্টগার্ড’র মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার (বিএন) আমিরুল হক আরো বলেন বাংলাদেশ জলসীমা দিয়ে মাদক পাচার প্রতিরোধ করার পাশাপাশি জড়িত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসার জন্য কোস্টগার্ড সদস্যরা সদা প্রস্তুত আছে এবং থাকবে।