টেকনাফে লবণ মাঠ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক •

টেকনাফে অভিযান চালিয়ে লবণ মাঠ থেকে ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।তিনি জানান,সোমবার রাতে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম১১-ও১২এর মাঝামাঝি আনোয়ার প্রজেক্ট সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে।এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় অবস্থান নেয়।কিছুক্ষণ পর একজন দুষ্কৃতিকারী ব্যক্তি বিআরএম১১-ও১২এর মাঝামাঝি

আনোয়ার প্রজেক্ট সংলগ্ন উত্তর দিক হতে প্রধান সড়কের দিকে আসতে দেখে। টহলদল তাৎক্ষণিক অনুপ্রবেশকারীকে আটক করার জন্য চ্যালেঞ্জ করে।ঔই ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ছোট প্যাকেট সদৃশ্য বস্তা ফেলে দিয়ে ঘণ কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে টহলদল উক্ত স্থানে পৌঁছে লবণ মাঠ তল্লাশী করে ইয়াবা পাচারকারী ফেলে যাওয়া ছোট প্যাকেট সদৃশ্য বস্তা উদ্ধার করে।উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে৯০লাখ টাকা মূল্যের৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ঔইসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।