টেকনাফে ২টি ব্যাগে মিললো ১ লক্ষ ৪০ হাজার ইয়াবা: আটক ১

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ ২ বিজিবি সৈনিকরা হ্নীলা সীমান্ত এলাকায় আবারও একটি অভিযান পরিচালনা করে ১লক্ষ,৪০হাজার ইয়াবা ভর্তি ২টি ব্যাগসহ মাদক কারবারে জড়িত এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

তথ্য সূত্রে জানা যায়, ৫ আগষ্ট (বুধবার) রাতে টেকনাফ ২বিজিবি আওয়তাদ্বীন হ্নীলা ইউনিয়ন লেদা বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে মাদকের চালান আসার গোপব সংবাদ পেয়ে হ্নীলা দক্ষিণ আলীখালী এলাকায় বেড়িবাঁধে এলাকায় অবস্থান নেয়।

কিছুক্ষণ পর নাফনদী সাতঁরিয়ে ২টি ব্যাগ নিয়ে এক ব্যাক্তি বেড়িবাঁধে উঠার সাথে সাথেই সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা চ্যালেঞ্জ করলে উক্ত পাচারকারী সু-কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এরপর বিজিবি সদস্যরা ধাওয়া করে ইয়াবা ভর্তি ২টি ব্যাগসহ এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।

আটক রোহিঙ্গা যুবক হচ্ছে, হ্নীলা আলীখালী তুলাবাগান শরণার্থী ক্যাম্পের ব্লক-ডি/১৫ এর ৩নং শেডের বাসিন্দা মোঃ নুর হোসেনের পুত্র মোঃ আরফাত (২০)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন (পিএসসি) ধৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্য্যক্রম শেষ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।