টেকনাফে ৩০টি গৃহহীন পরিবার নতুন ঠিকানা পাচ্ছেন রবিবার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ উপজেলা প্রশাসনের সার্বিক তৎপরতায় মুজিববর্ষ উপলক্ষে সরকারের বরাদ্ধকৃত প্রধানমন্ত্রীর কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়ে) নব-নির্মিত আরো ৩০টি বাড়ি ও জমির দলিল হস্তান্তর করা হবে।

আগামী ২০ জুন এই মহতি অনুষ্টানটি শুভ উদ্বোধন ঘোষনা করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই মহতি অনুষ্টানের কার্যক্রমটি সকলের সহযোগীতায় সফল করার লক্ষ্যে ১৮ জুন (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান,
অসহায় গৃহহীন পরিবারের জন্য সরকারের দেওয়া বরাদ্ধকৃত ২২৯ টি বাড়ির মধ্যে আগামী ২০ জুন টেকনাফে নব-নির্মিত ৩০টি বাড়ির দলিল ৩০ট পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন এর আগে প্রথম পর্যায়ে অত্র উপজেলার ৩০টি বাড়ি গৃহহীন পরিবারে মাঝে ৩০টি বাড়ি হস্তান্তর করা হয়েছিল।

চলতি বছরে তৃতীয় ধাপে আরো ৩৩ টি ঘর গৃহহীন পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

তিনি আরো জানান, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে সরকারের বরাদ্ধকৃত ১ লক্ষ, ৯০ হাজার টাকা।

নতুন পূর্ণবাসন কৃত এই পরিবার গুলোকে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা অব্যাহত থাকবে।

এ ছাড়া নতুন ঘরে বসতি করা পরিবারের ছেলে মেয়েদেরকে শিক্ষার আওয়তাই নিয়ে আসার জন্য উক্ত এলাকায় স্কুল, মাদ্রাসা,মসজিদ স্থাপন করা হবে। পাশাপাশি সুন্দর পরিবেশে যাতায়াত ও বসবাস করার জন্য সড়ক নির্মাণ,পর্যাপ্ত পানির ব্যাবস্তা ও বিদ্যুৎতায়ন করা হবে বলেও জানান তিনি।