টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার: আসামী হলো ৭ মাদক কারবারী!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে আবারও ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে।

উক্ত অভিযানে পুলিশ সদস্যরা জড়িত কাউকে আটক করতে না পারলেও উদ্ধার হওয়া ইয়াবার চালানটির সাথে সক্রিয় ভাবে জড়িত থাকার অপরাধে ৭ জন মাদক কারবারীকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানায় দায়িত্বরত (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১৫ জুলাই দিবাগত গভীর রাত ১২ টার দিকে টেকনাফ থানার অন্তর্গত উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উক্ত ইউপি কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লেবু বাগানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি চটের বস্তা থেকে ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, সঠিক তথ্য নিয়ে উদ্ধারকৃত ইয়াবা গুলোর সাথে জড়িত ৭ জন মাদক কারবারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েক করা হয়েছে এবং উক্ত মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামীদের আইনের আওয়তাই নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।