টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারী একরাম ধরা পড়লেও পালিয়েছে তিন কারবারী

গিয়াস উদ্দিন ভুলু •


টেকনাফে পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে মাদক কারবারে জড়িত একরাম উদ্দিন (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করছে। এসময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

আটক যুবক হচ্ছে,হ্নীলা ইউনিয়ন লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত আবুল বাশারের পুত্র।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, টেকনাফ সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মৌলভীপাড়া সংলগ্ন গুলুইক্কার ব্রীজ এলাকা দিয়ে ইয়াবার একটি চালান পাচার হবে।

উক্ত গোপন সংবাদ তথ্য অনুযায়ী ১০ জানুয়ারি (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে থানায় কর্মরত এসআই হোসাইন,সজীব ও বুল বুল’র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা মাদক কারবারী একরামকে আটক করে এবং তার সাথে থাকা একটি শফিং ব্যাগ তল্লাশী করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরো বলেন,অভিযান চলাকালীন সময়ে আটক মাদক ব্যবসায়ীর সাথে থাকা ২/৩ জন সহযোগী কৌশলে পালিয়ে গেছে। তবে আটক যুবকের স্বীকারোক্তি মোতাবেক পালিয়ে যাওয়া মাদক কারবারীদের নাম-ঠিকানা চিহ্নিত করা হয়েছে তাদেরকে উক্ত মামলায় পলাতক আসামী করা হবে বলে জানান তিনি।

এদিকে আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারবারে প্রেরন করা হবে।