টেকনাফ ২ বিজিবি ও ডিজিএফআই-এর কক্সবাজারের সাবেক প্রধান কর্নেল আবুজার আল জাহিদ আর নেই

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী •

মেধাবী সেনা কর্মকর্তা কর্নেল আবুজার আল জাহিদ আর নেই। রোববার ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার সেন্টারে অবজারভেশনে থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

সাহসী ও নিষ্ঠাবান সেনা কর্মকর্তা কর্নেল আবুজার আল জাহিদ মস্তিষ্কে আঘাতজনিত কারণে রক্তক্ষরণ হলে তাঁকে গত ২৪ জানুয়ারি ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে অপারেশন করা হয়। এরপর তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের অবজারভেশনে ক্রিটিকেল কেয়ার সেন্টারে (Critical Care Centre) ছিলেন।

কর্নেল আবুজার আল জাহিদ একজন দায়িত্বশীল ও অমায়িক সেনা কর্মকর্তা হিসাবে সবার কাছে সুপরিচিত ছিলেন। তিনি টেকনাফস্থ ২, বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এবং কক্সবাজার ডিজিএফআই এর অফিস প্রধান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

কর্নেল আবুজার আল জাহিদ এর খুলনার বাসিন্দা এবং খুলনা জিলা স্কুল থেকে ১৯৮৭ সালে কৃতিত্বের সাথে তিনি এসএসসি পাশ করেন