‘টেকপাড়ার’ সুরক্ষা চাই

কক্সবাজারের টেকপাড়ার করোনা থেকে সুরক্ষা চেয়ে শামসুল আলম কেলু তার ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন তা পাঠকের জন্য তুলে ধরা হলো…

মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিনত হয়ে করোনা তার দুর্দান্ত ত্রাসে আক্রমণ করে চলছে অসংখ্য মানুষকে। করোনার আক্রমণের কবলে কক্সবাজার শহরের অন্যতম এলাকা টেকপাড়া।

দু’দিন আগে আক্রান্ত হওয়া আব্দুর রহমান এর পরিবারে নতুন করে আজ আরো ৯জন করোনায় আক্রান্ত হলেন। তাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রেরণ না করে প্রশাসন হোম আইসোলেশনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।
হয়তো সে কারণে আজ অনাকাঙ্ক্ষিতভাবে তার পরিবারের বাকী সদস্যরা করোনায় আক্রান্ত।

এই রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে সাবধানতা অবলম্বন করা যা খুব কম মানুষের মধ্যে থাকে।দুঃখের বিষয় হলো আব্দুর রহমানকে সেদিন ডেডিকেটেড হাসপাতালে নেয়া হলে হয়তো আজ তার পরিবারের বাকী সদস্যরা নিরাপদ থাকতো।
কষ্ট হচ্ছে জেনে আক্রান্তদের মধ্যে দুটি শিশু রয়েছে।

টেকপাড়াকে যদি দ্রুত করোনা মুক্ত করা না হয় তবে পুরো শহরে করোনার আক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাবে।

মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি টেকপাড়াকে শহরের অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন করে কারফিউ জারি করা হোক। না হলে এই এলাকার মানুষের হুশ আসবেনা। লাশের স্তুপ হবে রাস্তায় রাস্তায়।

সাথে সাথে আমি অনুরোধ করছি যত দ্রুত সম্ভব আক্রান্ত সবাইকে ডেডিকেটেড হাসপাতালে আইসোলেশনে নিয়ে যাওয়ার জন্য।

হে টেকপাড়াবাসী,
আসুন আরো বেশী সতর্ক হই।মানবিক হই।
আক্রান্ত সকল ভাইবোনের জন্য আল্লাহ দরবারে দু’হাত তুলে দোয়া করি। অযথা ঘোরাফেরা বর্জন করি। জান থাকলে জাহান। সাবধানে থাকুন।

ইনশাআল্লাহ খুব দ্রুত সুদিন আসবেই।
নিশ্চয় আল্লাহ আমাদের উত্তম রক্ষাকারী(আমীন)।

বিনীত
শামসুল আলম(কেলু)
সাধারণ সম্পাদক
বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটি