ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়েছে ৩০০ দোকান

ডেস্ক রিপোর্ট – রাজধানী গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের কাঁচাবাজার অংশের সকল দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকানিরা।

দোকানের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মার্কেটের টিনশেডের কাঁচাবাজার অংশে প্রায় ৩০০ দোকান রয়েছে। এসব দোকানে ফুড আইটেম, শাকসবজী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হত। আগুনে প্রায় সকল দোকান ও মালামাল পুড়ে গেছে।

রমিজ উদ্দিন নামে এক দোকান মালিক বলেন, ‘কাঁচাবাজারে আমার নয়টি দোকান ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরে প্রায় ৩০০ দোকানের মতো আছে প্রায় সবই পুড়ে গেছে।

আব্দুর রহিম নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘ভোরে আগুন লেগেছে, ভেতরে কেউ ছিল না তখন। আগুনে সব দোকান পুড়ে গেছে। কোটি কোটি টাকার জিনিসপত্র আগুনে পুড়ে ছেই হয়ে গেছে। ৩০০ দোকানের মধ্যে একটিও বাঁচে নাই।’

এর আগে শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান।

এরআগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় কাঁচবাজার অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।