ত্রিমুখী বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন নিহত

ডেস্ক রিপোর্ট – চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরের কাঠালতলা গ্রামে বৃহস্পতিবার রাতে ত্রিমুখী বন্দুকযুদ্ধে ১০ মামলার আসামি নিহত হয়েছেন।

নিহত রোকনুজ্জামান রোকন উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, কাঠালতলার একটি বাঁশবাগানে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মাদক ব্যবসায়ীর দুই দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। প্রায় ৩০ মিনিটি ত্রিমুখী গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি দেশীয় এলজি, দুইটি কার্তুজ, এক বস্তা ফেনসিডিল ও দুইটি রামদাসহ রোকনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহত রোকনুজ্জমানের বিরুদ্ধে হামলা, মাদক, চোরাচালান, ডাকাতি, অপহরণসহ ১০টি মামলা রয়েছে।