ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট • কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে দু’দল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ ঘটনায় সুজন মালিথা (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত সুজন সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, রাত আড়াইটার দিকে মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলি বিনিময় হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তার নাম সুজন মালিথা বলে জানা যায়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তানভির আহম্মেদ, কনস্টেবল শফিকুলসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত সুজনের নামে কুষ্টিয়া মডেল থানায় মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।