দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড যাচ্ছেন পৌর মেয়র মুজিবুর রহমান

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারেরমতো ৮দিনের সরকারী সফরে দক্ষিন কোরিয়া এবং থাইল্যান্ড যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে “কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পদ একত্রিকরণ” বিষয়ক বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে তিনি এ সফরে যাচ্ছেন।

শনিবার রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে তাঁর। এদিকে রাষ্ট্রীয় সফর সফলভাবে শেষ করে সুন্দর এবং সুস্থ্যভাবে যেন দেশে ফিরে আসতে পারেন সে জন্য কক্সবাজার পৌরবাসীসহ জেলাবাসীর কাছে দোয়া কামনা করেছেন মেয়র মুজিবুর রহমান।

উল্লেখ্য, মেয়র মুজিবুর রহমানসহ দেশের বিভিন্ন পৌরসভার ২৬জন মেয়র, একজন যুগ্ম সচিব, একজন সহকারী সচিব এবং স্থানীয় সরকার বিভাগের ৪ জন কর্মকর্তাও এ সফরে থাকবেন। সফরকারীরা ৫দিন দক্ষিণ কোরিয়া এবং ৩দিন থাইল্যান্ডে প্রশিক্ষণে অংশ নেয়ার কথা রয়েছে।