দেখিনি আমি ভাষা আন্দোলন, দেখিনি প্রতিবাদ-আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি

আমি দেখিনি ৫২’র ভাষা আন্দোলন, দেখিনি ৭১’র যুদ্ধ, দেখিনি মুক্তির জয় উল্লাস ‘ তবে জন্মেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাসে, তাই শোককে শক্তিতে করার আরেক নাম অমর একুশে আমি কি ভুলিতে পারি ” আমি শুনেছি কবি, নজরুল এর গান শুনে জাগ্রত হয় বিদ্রোহী প্রাণ, ও বাংলা মা, শত্রু তোমার বুকে ঠাঁই পাবেনা, অন্ন, বস্ত্র, শিক্ষা চিকিৎসা এ আমার অধিকার,শান্তির জয হোক,দূর্নীতি দূর হোক এখনই সময় আমাদের যেতে হবে বহুদুর, চলো যাই এগিয়ে নব-সম্ভাবনার আলোর পথেই, সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই । দেশের প্রতি মায়ের প্রতি সব ভালোবাসা জেগে থাক অনন্ত কাল।

শাহেনা আকতার (পাখী)

কাউন্সিলর ১.২ ৩.ওর্য়াড কক্সবাজার পৌরসভা ও প্যানেল মেয়র (৩)।
পৌর-আওয়ামী-লীগের মহিলা সম্পাদিকা।