নতুনভাবে আশ্রয় নেওয়া ১২ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু আটক

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজার, চট্টগ্রাম ও সেন্টমার্টিন হতে নতুন করে ক্যাম্পে আশ্রয় নেয়া ১২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উখিয়ার মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাভুক্ত নং-৪ ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডুর বুচিদং থানার হাসান জোহারের স্ত্রী মনোয়ারা (৩৫) ও তার ছেলে ইসমাইল (১১), চট্টগ্রামের রাউজানে বসবাসরত আমিরুল ইসলামের স্ত্রী পারভিন (২৩) ও তার পরিবারের ৮ জন ও মিয়ানমারের মংডুর শিকদার পাড়ার বাসিন্দা জাফর আহমদের ছেলে সৈয়দুল আমিন (২১)।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. নাইম উল হক। তিনি জানান, আটককৃত রোহিঙ্গাদের বর্তমানে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।