নাইক্ষ্যংছড়িতে নৌকা প্রতীকের প্রার্থীকে আচরণ বিধি লঙ্গনের দায়ে শোকজ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি •

আচরণ বিধি লঙ্গনের দায়ে নাইক্ষ্যংছড়িতে নৌকা প্রতীকের মোহাম্মদ ইমরানকে শোকজ করেছেন উপজেলা নির্বাচন অফিস। তাকে ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শনিবার দুপুরে এ চিটি পাঠানো হয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ মোহাম্মদ ইমরানকে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্চন অফিসার আবু জাফর ছালেহ বলেন,গেল শুক্রবার (২২ অক্টোবর) জুমার নামাজের পর তিনি স্থানীয় ও উপজেলা পযার্য়ের রাজনৈতিক নেতাদের নিয়ে সভা করেছেন এবং অফিস উদ্বোধন করা হয় বেশ কিছু বিষয়ে ইউপি আচরণ বিধি লঙ্গন করেছেন।

বিশেষ করে বাংলাদেশ নির্বাচন কমিশনের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ৫ নম্বর ধারা সহ বেশ ক’টি ধারা-উপধারা সুস্পষ্ট লঙ্গন করেছেন বলে তথ্য পেয়েছেন তিনি।এ কারণে তাকে এ শোকজ করা হয়।