পবিত্র শবে বরাত ২৯ মার্চ

অনলাইন ডেস্ক •

দেশের আকাশে রোববার (১৪ মার্চ) কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৯ মার্চ (সোমবার) দিনগত রাতে লাইলাতুল বরাত পালিত হবে।

রোববার শবে বরাতের তারিখ নির্ধারণে শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। এজন্য শবে বরাতের পরের দিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে।

চাঁদ দেখা সাপেক্ষে ১৩ বা ১৪ এপ্রিল রোজা

শবে বরাতের দিন থেকে পরবর্তী ১৪-১৫ দিন পর শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। হিসেব অনুযায়ী, শাওয়াল মাস ২৯ দিনে শেষ হলে রমজান শুরু হবে ১৩ এপ্রিল। আর ৩০ দিন পূর্ণ হলে ১৪ এপ্রিল থেকে রোজা রাখা শুরু করবেন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা।

এ বিষয়ে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন ঢাকা পোস্ট-কে বলেন, চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা। তবে আরবি মাস ৩০ দিনের বেশি না হওয়ায় ১৩ অথবা ১৪ এপ্রিল রমজান মাস শুরু হবে এটা নিশ্চিত করে বলা যায়।