পরীক্ষার সেন্টার থেকে পালানো দুই ছাত্রী উদ্ধার

সীতাকুণ্ড •


সীতাকুণ্ডর ছোট কুমিরার মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিয়ে পালানো দুই ছাত্রীকে কুমিল্লার দেবিদ্বার এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।

নিয়াজ মোহাম্মদ চপল জানান, উদ্ধার দুই ছাত্রী লতিফা সিদ্দিকা বালিকা উচ্চবিদ্যালয়ের । এসএসসি পরীক্ষার পর তাদের বাবা-মা জোরপূর্বক বাল্যবিয়ে দিয়ে দেবে বলে তারা বাড়ি থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে। এ ব্যাপারে তাদের মা সীতাকুণ্ড থানায় পৃথক দুটি জিডি করেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সকালে উপজেলার দক্ষিণ মছজিদ্দা মাস্টারপাড়ার ফোরক মিস্ত্রির বাড়ির এক ছাত্রী ও ছোট কুমিরা ৩ নম্বর ওয়ার্ড মছজিদ্দা এলাকার স্বপন মল্লিকের বাড়ির এক ছাত্রী এসএসসি পরীক্ষা দিতে ছোট কুমিরা মছজিদ্দা উচ্চবিদ্যালয়ে যায়। তারপর থেকে তারা দুজন আর বাড়িতে ফিরে আসেনি।