পাহাড়ের পাদদেশে বসবাসরতদের উখিয়া উপজেলা প্রশাসনের সতর্কবার্তা!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •


টানা কয়েকদিন ভারী বর্ষণে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ অবস্থায় বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাতে কার্যক্রম শুরু করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

রবিবার পালংখালী ইউনিয়নে পাহাড়ে ঝুকিপূর্ণ অবস্থায় বসবাস করা মানুষকে সরে যেতে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। তিনি সরেজমিনে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনও করেছেন। পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সিপিপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,”টানা ভারী বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রত্যেক ইউনিয়নে মাইকিং করা হচ্ছে।

গতকাল পালংখালী ইউনিয়নের পাহাড়ধ্বসপ্রবণ এলাকা পরিদর্শন করে সতর্কবার্তা প্রদান করা হয়। যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতির হ্রাস করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”