পিকআপে থাকা ট্রাভেল ব্যাগে সাড়ে ৪৬ হাজার ইয়াবা: ধরা উখিয়া-টেকনাফের দুই যুবক

চট্টগ্রাম •


চট্টগ্রামের বাকলিয়ায় ১ কোটি ৪১ লাখ টাকার ইয়াবাসহ ২ ‘মাদক ব্যবসায়ীকে’ আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোর সোয়া ৪ টায় শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হল কক্সবাজারের টেকনাফ এলাকার মৃত কবির আহম্মদের ছেলে আবু ছিদ্দিক (২৯) ও উখিয়ার বাইলাখালী এলাকার মো. জমির আহম্মদের ছেলে মো. বেলাল উদ্দিন (২০)।

র‌্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার মো. রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার ভোরে পিকআপে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন তারা। খবর পেয়ে র‌্যাব চেকপোস্ট বসিয়ে পিকআপটি আটক করে। এ সময় পিকআপের চালক ও হেলপার ২ জনকেই আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পিকআপে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর সুরক্ষিত থাকা ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা বের করে দেয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লক্ষ টাকা। আটককৃতদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।