কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ : বন্দুক ও কিরিচ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৯ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১২ জানুয়ারি সকাল ৮টা হতে ১৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এসময় আটকৃতদের কাছ থেকে বন্দুক ও কিরিচ উদ্ধার করা হয়। এর আগের দিন আটক হয়েছিল ৬ জন। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন —

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৪০(০১)২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। খোরশেদ আলম(২১), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- ছেনুয়ারা বেগম, সাং- পুটিভিলা, মহেশখালী পৌরসভা, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার, বর্তমানে- রাখাইন পাড়া, বড় বাজার, থানা ও জেলা- কক্সবাজার,

২। রিপন বড়ুয়া(২৮), পিতা- সুধন বড়ুয়া, মাতা- নিলু বড়ুয়া, সাং- বইল্যা পাড়া, ০৭নং ওয়ার্ড, বাইতুশরফ রোড,

৩। মোঃ ইব্রাহীম খলিল(৩০), পিতা- মৃত মোঃ ইউনুছ, মাতা- শাহানাজ, সাং- চন্দ্রিমা মাঠের পূর্ব পাশে, কলাতলী,

৪। জিয়াউর রহমান(৩৫), পিতা- মৃত অলি আহমদ, মাতা- লায়লা বেগম, সাং- মামুন পাড়া, ০১নং ওয়ার্ড, খুরুশকুল ইউপি, সর্বথানা ও জেলা- কক্সবাজার।

৫। সেকান্দার বাদশা(২৯), পিতা- মুন্সী মিয়া, মাতা- মোস্তাফা খাতুন, সাং- ধর্মের পুর, চান্দের পাড়া, ০৫নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- লাইট হাউজ পাড়া, মুশির্দা কটেজ, থানা ও জেলা- কক্সবাজার।

৬। সাইফুদ্দিন মাহমুদ নয়ন(২২), পিতা- মৃত আবুল কাশেম, মাতা- শবে মেরাজ, সাং- দক্ষিণ রুমালিয়ার ছড়া, ০৭ নং ওয়ার্ড, টেকনাফ পাহাড়,

৭। আনছার উল্লাহ(২২), পিতা- মৃত আব্বাছ আলী, মাতা- মৃত দিলদার বেগম,

৮। কামাল হোসেন(২০), পিতা- জমির হোসেন, মাতা- রেনুয়ারা বেগম, উভয় সাং- ঝরঝরি পাড়া, কলাতলী,

৯। জমির উদ্দিন(২৮), ১০। নুরুল আমিন(৪০), উভয়পিতা- মৃত জয়নাল আবদীন, মাতা- জাহানারা বেগম, উভয়সাং- চন্দ্রিমা মাঠ, পেঠানের বাড়ী,

১১। শাহিন প্রঃ বুলেট(২২), পিতা- মোঃ হানিফ, মাতা- রাবেয়া বেগম,

১২। শহীদুল ইসলাম প্রঃ ইমন(২০), পিতা- মোঃ সেলিম, মাতা- ছায়রা খাতুন, উভয়সাং- সবুজ বাগ, পিটি স্কুলের পিছনে দক্ষিণ রুমালিয়ার ছড়া,

১৩। মুরাদ মুন্না(২৪), পিতা- নুর মোল্লাহ, মাতা- বুলু খাতুন, সাং- বাদশা ঘোনা, সর্বথানা ও জেলা- কক্সবাজার ।

কক্সবাজার সদর থানার মামলা নং-৩৬(০১)২০২০ ইং ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১৪। শহীদুল ইসলাম, পিতা- মোঃ শাহছু, সাং- ফজল পাড়া, পোকখালী, থানা ও জেলা-কক্সবাজার।

১৫। মোঃ রায়হান উদ্দিন, পিতা- আব্দু সামাদ, সাং- মধ্যম পোকখালী, ৩নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ২৪(০১)২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১৬। জিয়াউর রহমান, পিতা- মৃত মোঃ কালু, সাং- পূর্ব লারপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। মোঃ নেজাম উদ্দিন, পিতা- ইউসুফ জালাল, সাং- সমিতি পাড়া, লোকমান সওদাগর পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

২। মোঃ সালাম মিয়া, পিতা- আঃ মোনাফ প্রঃ মোনাইফ্যা, সাং- খুরুলিয়া আঃ মোনাফ, থানা ও জেলা- কক্সবাজার।

৩। মোঃ জাহেদ সিকদার, পিতা- মাহফুজুর রহমান, সাং- পূর্ব কুতুবদিয়া, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।