পেকুয়ায় বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত

মোঃ ফারুক, পেকুয়া :

পেকুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম মার্কার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ১৯৫৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

উপজেলার ৪০ টি কেন্দ্রে প্রাপ্ত তথ্য মতে, দোয়াত কলম মার্কার প্রার্থী পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৭ হাজার ২ শত ২৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম পেয়েছেন ১৫ হাজার ২ শত ৬৯ ভোট, আনারস মার্কার তন্ত্র প্রার্থী এস.এম. গিয়াস উদ্দিন পেয়েছেন ৮ হাজার ৩ শত ৪৩ ভোট।

উল্লেখ্য, ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত পেকুয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ২৭০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৫ হাজার ৬২০ এবং নারী ভোটার রয়েছেন ৫০ হাজার ৬৫০ জন। উপজেলায় স্থাপন করা হয়েছে ৪০ টি কেন্দ্র।