প্রাণঘাতী করোনা থেকে মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ◑
বিশ্ব মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় ভারুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক খতমে কোরঅান,খতমে আনআম,পবিত্র কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিলের অায়োজন করা হয়েছে।

২৯ মে (শুক্রবার) জুমার নামাজের পর ভারুয়াখালী অাদর্শ উচ্চ বিদ্যালয়ে ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত মাওলানা সোলাইমান করিমের সভাপতিত্বে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাশেম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাষ্টার মোজাফ্ফর আহমদ,মাষ্টার আবুল হোছাইন,ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপল মাওলানা মোহাম্মদ আলী, হেড মাও আব্দুল হক হক্কানি।

উপস্থিত ছিলেন-ভারুয়াখালীর সকল মসজিদের সম্মানিত ঈমাম ও খতিব ও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

পরিচালনায় ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি আমানুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।

বিশ্বব্যাপী মরণঘাতি করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন রামু চাকমারকুল মাদরাসার মুহাদ্দিস মাওলানা সোলাইমান।