ফ্ল্যাট ভাড়া নিয়ে অসামাজিক কাজ, ৪ নারীসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রাম :


চট্টগ্রামের হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডের রাজনগর এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ ডিসেম্বর) রাত পৌণে ৮টায় সাথী টাওয়ারের সপ্তম তলায় অভিযান চালিয়ে কাদের নামের একজনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মনোয়ার হোসেন (৪১), মো. রাজু (২২), মো. ফয়সাল হোসেন (২২), আকলিমা বেগম (৩৯), মনি আক্তার (৩৩), নিহা মনি (২৪) ও তমা হাওলাদার (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি বলেন, রাজনগর এলাকায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে টাকার বিনিময়ে অসামাজিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতো এক ভাড়াটিয়া। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের সময় ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে।

তিনি আরও বলেন, যিনি বাড়িটি ভাড়া নিয়েছেন তিনি এখানে থাকেন না বলে জানতে পেরেছি। তবে সমস্ত বিষয় তদারকি করতে একজন কেয়ারটেকার রাখা হয়েছিল। অভিযানের সময় ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আটককৃতদের আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।