টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


মাদক পাচারসহ নানা অপরাধে জড়িত এবং বিজ্ঞ আদালতে ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত, পলাতক আসামীদের ধরতে টেকনাফ থানা পুলিশের প্রতিনিয়ত সাঁড়াশী অভিযান অব্যাহত রয়েছে।

তথ্য অনুসন্ধানে দেখা যায়,গত কয়েক মাস আগে টেকনাফ থানায় নতুন যোগদান কৃত পুলিশ সদস্যরা অত্র উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশী অভিযান পরিচালনা করে লুকিয়ে থাকা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীসহ প্রায় অর্ধশতাদিক পলাতক অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে।

থানা সুত্রে জানাযায়, ১৮ ডিসেম্বর (শুক্রবার) থানা পুলিশের একটি দল ২০১২ সালের মাদকের মামলা নং (জিআর-১৪১/১১) এজাহার ভুক্ত হয়ে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক অপরাধীকে আটক করেছে।

আটক ব্যাক্তি হচ্ছে,টেকনাফ পৌরসভা পুরান পল্লানপাড়া এলাকার মৃত দলিলুর রহমান’র পুত্র মোঃ লাল মিয়া (৪৫)।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান,দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত উক্ত আসামীকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

তিনি আরো বলেন,অত্র উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য মাদক পাচারসহ বিভিন্ন অপকর্মে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের অভিয়ান অব্যাহত আছে এবং থাকবে।