চকরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা

বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমে চকরিয়া প্রেসক্লাবের সাংবাদিকগণ সারা দেশে রোল মডেল হতে পারেন

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্টান ২০২০ মঙ্গলবার দুপুরে চকরিয়াস্থ এটিএন পার্ক কনভেনশন হলে অনুষ্টিত হয়। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির দর্পণ। সাংবাদিকদের বস্তনিষ্ঠ লেখনির মাধ্যমে চকরিয়া-পেকুয়ার চলমান উন্নয়কে তরান্বিত হবে।

সাবেক সংসদ ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকেন। তাদের লেখনিতেই অসহায়, নির্যাতিত ও নিপিড়িত মানুষগুলো ন্যায় বিচারের সুযোগ পায়।

চকরিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, খাদ্যে স্বয়ংসম্পুর্ণ চকরিয়ায় শিক্ষাসহ যেসব খাতে মানুষ পিছিয়ে রয়েছে তা এগিয়ে নিতে অন্যতম সহায়ক ভুমিকা রাখতে পারেন সাংবাদিকরা। এছাড়া চকরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ট লেখনী পুরো দেশে রোল মডেল হতে পারে। অনুষ্টানে আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাহাবউদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফঁাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরওয়ার আলম ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল প্রমুখ।

অনুষ্টানে প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল হক এবং চকরিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা চকোরী’র সম্পাদক অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক চৌধুরী জেসি, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা প্রকৌশলী কমল পাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজীর আহমেদ, চকরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, পিডিবি’র চকরিয়া বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী মো. মাঈনুদ্দিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কায়সার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি কক্সবাজার জেলার প্যানেল সভাপতি হায়দার আলী ও চকরিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর রাশেদা বেগম প্রমুখ।