বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থায় ভারত

অনলাইন ডেস্ক – পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সীমান্তে তীব্র উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার মধ্যে বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সতর্ক অবস্থায় থাকতে বলেছে মোদি সরকার।

গণমাধ্যম পিটিআই-এর বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে।

পাকিস্তান নিয়ন্ত্রীত কাশ্মীরে ঢুকে মঙ্গলবার ভারতের বিমান হামলার পর থেকে চরম উত্তেজনা চলছে ওই সীমান্তে। ওই দিনই পাল্টা গোলাবর্ষণের পর বুধবার পাকিস্তান ভারতের বিমান ভূপাতিত করে এক বিমানসেনাকে আটকও করেছে।

ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কাশ্মীর সীমান্তে যুদ্ধাবস্থার মধ্যে বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে ২ হাজার ২১৬ কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর মধ্যে সুন্দরবনও রয়েছে। সেখানেও কড়া পাহারা বসিয়েছে ভারত।