বাইশারীতে করোনা সংক্রমণ রোধে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি •

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতামূলক পরামর্শ ও মাস্ক বিতরণ করছেন বান্দরবানের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: সাজ্জাদ জাহিদ রাতুল।

রবিবার (২৫ জুলাই) সকালে বাইশারী বাজার এলাকায় উপজেলা প্রশাসন পক্ষ থেকে পথচারী, টমটম ও অন্যান্য যানবাহনের চালক-যাত্রী সহ জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন এবং জনসচেতনতামূলক পরামর্শ দেয়া হয়।

এ সময় স্বাস্থ্যবিধি না মানা, বিনা প্রয়োজনে মোটরবাইকে ঘোরাঘুরির কারনে দন্ডবিধি-১৮৬০ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ০৩ (তিন) টি মামলায় সর্বমোট ২ শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে বান্দরবানের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, করোনা সংক্রমন রোধে বিদ্যমান আইন বাস্তবায়ন করতে আমরা সবাই মিলে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে চাই। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

তিনি করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলার সকল জনগণকে বাড়ী থেকে বের হলেই অব্যশই মাস্ক পড়তে হবে বলে অনুরোধ জনান।

অভিযান পরিচালনাকালে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক ভূঁইয়া, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী, ইউপি সদস্য আবু তাহের উপস্থিত ছিলেন।