বান্দরবানে করোনায় সাবেক পৌর মেয়রের মৃত্যু

বান্দরবান ◑
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বান্দরবানের লামা পৌরসভার সাবেক মেয়র তাজুল ইসলাম।

আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি লামা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও লামা উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তার অবস্থার অবনতি হলে তাকে লামা স্বাস্থ্য কমপ্লেক্স গত বুধবার চট্টগ্রাম স্থানান্তর করা হয়। তার মৃত্যুতে বান্দরবানে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পার্বত্য জেলা বান্দরবানে একদিনে সর্বোচ্চ ২৯ জন কারোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য, পুলিশ ও চিকিৎসক রয়েছেন। এনিয়ে জেলায় ১৩৯ জন করোনায় আক্রান্ত হল। রেড জোনে লকডাউন এর মধ্যেও করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক উৎকণ্ঠা বাড়ছে। এদিকে বান্দরবানের প্রবেশমুখগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। তবে স্থানীয় বাজারগুলোতে স্বাস্থ্যবিধি কেউ মানছে না। বাজারগুলোতে স্বাস্থ্যবিধি না মেনেই লোকজন কেনাবেচা করছে।