বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে: পরিকল্পনামন্ত্রী

কক্সবাজার জার্নাল ডেস্ক:
সরকারের উন্নয়নে বিএনপিসহ একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। একেক সময় একেক কথা বলেন। একবার বলেন নির্বাচনে অংশ নেবে আরেকবার বলে, নেবে না। এই হলো বিএনপির অবস্থা।’

শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘স্বাধীনতার অর্জনের আগে পাকবাহিনী এ দেশের মানুষকে গোলামির শৃঙ্খলে বেঁধে আবদ্ধ করে রাখতে চেয়েছিল।
মন্ত্রী বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে এখনও আমরা পিছিয়ে আছি। এখনও ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এর মধ্যে নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা। আমাদেরকে আরও অনেক পথ এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন উন্নত জাতি গঠনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে।’

কিন্তু বাঙালির প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষকে গোলামি মুক্তি করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠান করেছিলেন। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ, বাসস্থানসহ দেশ ও জাতির সার্বিক উন্নয়নের এক মাইলফলক সৃষ্টি করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমাদের অর্থনীতির উন্নয়নে প্রবাসীর ভূমিকা রয়েছে। এখানকার প্রবাসীরা শিক্ষার উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছেন।’ তিনি পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজে প্রতিষ্ঠায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিষ্ঠানটি সরকারি করতে তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান।

উইমেন্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নজির উদ্দিন আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট হোসেন আহমদ।