সীমান্তে আইস ও ইয়াবা উদ্ধার, বিজিবি'র দুই ব্যাটালিয়নের যৌথ সংবাদ সম্মেলন!

বিজিবি’র দুই ব্যাটালিয়নের যৌথ অভিযানে আইস ও বিপুল পরিমানে ইয়াবা উদ্ধার: আটক ৩

ইমরান আল মাহমুদ:


সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।

বৃহস্পতিবার(১৬ জুন) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) চিত্তবিনোদন কক্ষে আইস ও ইয়াবা উদ্ধার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি জানান,৩৪ বিজিবি ও ২ বিজিবি সদস্যরা গত বছরের ১ অক্টোবর থেকে ১৬ জুন পর্যন্ত দায়িতপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪ লাখ ৮২হাজার ১৩ পিস বার্মিজ ইয়াবা ও ৫২ কেজির বেশি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ ৩৭৫ জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।

সর্বশেষ ২বিজিবি ও ৩৪ বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৪ দশমিক ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২ লাখ ৯০হাজার পিস ইয়াবা উদ্ধার সহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২ বিজিবি কর্তৃক গ্রেফতারকৃতরা হলো,টেকনাফের হ্নীলার আব্দুর রহমান (৩০) ও মৌলভীবাজারের মোহাম্মদ নুর(২৫)।

অন্যদিকে ৩৪ বিজিবি কর্তৃক গ্রেফতারকৃত আসামী হলো, ক্যাম্প-১ বি-১৩ ব্লকের নবী হোসেনের ছেলে মো. শফিউল্লাহ(৩০)।